ইসরাইলি গোয়েন্দা মোসাদের হেড কোয়ার্টার লক্ষ্য করে অন্তত ১ হাজার মিসাইল, বোমা এবং রকেট লাঞ্চার ছুড়েছে লেবাননের সশস্ত্র গোস্টি হিজবুল্লাহ। ইরান সমর্থিত গোষ্ঠীটি গত ১২ঘন্টায় এ হামলা চালিয়েছে লেবাননের বিভিন্ন স্থান থেকে। যুদ্ধ শুরু হবার পর থেকে এ হামলাটি অন্যতম বড় ধরনের হামলা বলে মনে করা হচ্ছে।
হামলার পর ইসরাইলে আতংক ছড়িয়ে পড়ে এবং তারা দক্ষিন লেবাননের বিভিন্ন স্থানে নির্বিচারে প্রায় ২৫শ রকেট হামলা শুরু করলে এখন পর্যন্ত নতুন করে আরো ৬০০ মানুষের প্রাণহানি ঘটে এবং আহতের সং্খ্যা ২০০০ ছাড়িয়েছে।
মঙ্গলবার রাতভর হিজবুল্লাহর এ হামলা চালানো হয় তেল আবিব, সিক্রোন এবং ইয়াকুত এলাজায়। সার্ফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্র হামলায় িসরাইলের হতাহতের খবর জানা যায়নি।
হামলা প্রতিহতের ঘোষনা দিয়ে আড়াইশ যুদ্ধ বিমান দিয়ে প্রায় ২৫০০ বোমা বর্শন করেছে ইজরাইল।